মাগুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

11মাগুরার মহম্মদপুর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনার বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সজিদুর রহমান জানান, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজান শিকদারের সঙ্গে তার চাচাত ভাই আরেক আওয়ামী লীগ নেতা টুকু শিকদারের বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে দু’পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে মিজান শিকদার ও টুকু শিকদারের বাড়িসহ পাঁচটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ব্যাপারে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান, আধিপত্য বিস্তার নিয়ে মিজান শিকদার ও তার চাচাতো ভাইয়ের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাত লুকে শাকিব খান
পরবর্তী নিবন্ধপাঠ্যপুস্তকে ভুল : এনসিটিবির ২ কর্মকর্তা ওএসডি