মাওয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে। (৭ নভেম্বর)রবিবার ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ খান প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা সাউথ জোনের প্রধান মনির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশিদুল হক মুন্না, আলহাজ্ব আতাউর রহমান, মোতাহার উদ্দিন আহমেদ, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং শাখা ব্যবস্থাপক জাকিউল্লাহ সিদ্দিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন এফএভিপি মোঃ মোস্তফা কামাল। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ খান বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

পূর্ববর্তী নিবন্ধভাড়া বৃদ্ধির প্রতিবাদে মন্ত্রণালয় ঘেরাওয়ে পুলিশের বাধা
পরবর্তী নিবন্ধএ বছরও প্রাথমিকে ‘অটো পাস’