মহান বিজয় দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

পপুলার২৪নিউজ ডেস্ক:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি এর নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পুস্পস্তবক অর্পণ করেন। এর আগে রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের কার্যক্রম শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম মো. শফিকুল ইসলাম , মো. মজিবর রহমান, আবুল খায়ের, শওকত হোসেন, ইয়াছমিন বেগমসহ সকল জিএম। এছাড়া রূপালী ব্যাংক লিমিটেড এক্সিকিউটিভ ফোরাম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিত্র) সহ ব্যাংকের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহান বিজয় দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত এর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধজাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার