মশার ওষুধ বিতরণে গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশার ওষুধ বিতরণে গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার উত্তরা কমিউনিটি সেন্টারে নতুন-পুরনো কাউন্সিলর, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ড সচিবদের সঙ্গে মশক নিধন কার্যক্রম নিয়ে আলোচনাকালে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন।

মেয়র ডিএনসিরি আওতাধীন এলাকায় মশার উপদ্রব নিয়ন্ত্রণে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। তিনি এজন্য মশামুক্ত নগর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মশা নিধন ছাড়া এই মুহূর্তে বিকল্প নেই বলেও উল্লেখ করেন মেয়র।

পূর্ববর্তী নিবন্ধআর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে “নারী কি চায়?” শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধদশম শ্রেণি পর্যন্ত কোনো বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী