নিউজ ডেস্ক
ভারতের মণিপুরে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জাতীয় ভূমিকম্পকেন্দ্র (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ২৪) ভূমিকম্পটি আঘাত হানে।
এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে জানায়, মণিপুরের চুরাচাঁদপুরে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ৪০ কিলোমিটার।
তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।