ভোক্তা অধিকার অধিদপ্তরে তেল কম দেওয়ার অভিযোগ করলেন সেই ইসতিয়াক

নিজস্ব প্রতিবেদক:

তেল কম দেওয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরে প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়েছিলেন ইসতিয়াক হোসেন নামে এক যুবক। আজ মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে তিনি তার অভিযোগ জমা দেন।

শুরুতে তার কাছ থেকে অভিযোগ শোনেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অভিযোগ) মুহাম্মদ হাসানুজ্জামান। পরে দুপুর ১২টার দিকে তাকে ডেকে নেওয়া হয় ভোক্তা অধিকারের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের কক্ষে।

এ বিষয়ে ইসতিয়াক হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভোক্তা অধিকার আমার অভিযোগ শুনেছে এবং আমলে নিয়েছে। তারা বলেছে আমার অভিযোগ যৌক্তিক। আমি আমার মোটরসাইকেল একই ভাবে রেখে দিয়েছি। আমি চাই এর বিচার হোক।

এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (৪ আগস্ট) শুনানি হবে। সময়ে ভোক্তা অধিকার থেকে জানানো হবে বলে জানান তিনি।

ভোক্তা অধিকারে অভিযোগ জমা দেওয়ার পর তিনি তার কর্মস্থলে ফিরে যান।

এর আগে মাপে তেল কম দেওয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরে সোহরাব পেট্রলপাম্পের সামনে সোমবার সকাল ১০টার পর থেকে অবস্থান নেন ইসতিয়াক হোসেন। তার দাবি ৫০০ টাকার তেল কিনে রশিদ পেলেও করা হয়েছে কারসাজি। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবাঁধ টেকসই করতে বেশি করে ঝাউগাছ লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধএকনেকে ২ হাজার কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন