ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, চিকিৎসক পলাতক

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
হাজীগঞ্জ উপজেলায় ভুল চিকিৎসায় মো. ইমন হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল চৌধুরী পাড়ার দত্ত ফার্মেসী অ্যান্ড মেডিকেয়ার ডায়াগনোস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

চিকিৎসার পর থেকেই অভিযুক্ত পল্লী চিকিৎসক বাবু লাল দত্ত পলাতক রয়েছেন।

বুধবার সকালে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত ইমন উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ পন্ডিত বাড়ির প্রবাসী আব্দুল হান্নানের একমাত্র সন্তান।

শিশুর পিতা আব্দুল হান্নান  জানান, গত এক সপ্তাহ যাবৎ তার শিশুপূত্র ইমন সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ১৬ মার্চ শিশুটিকে চিকিৎসার জন্য বাবু লাল দত্তকে দেখানো হয়। তার ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষুধ খাওয়ানোর পরেও শিশুটির অবস্থার উন্নতি হয়নি।

পরে মঙ্গলবার ইমনকে আবারো ওই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নেবুলাইজার দেয়ার পাশাপাশিন একটি ইনজেকশন পুশ দেয়। আর ইনজেকশন দেয়ার পর পরই ইমন একটি কাশি দিয়ে চোখ বন্ধ করে ফেলে। সে চোখ আর খোলেনি।

তিনি আরো জানান, চিকিৎসক বাবু লাল দত্ত শিশুটিকে মৃত বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে শিশুটিকে হাসপাতালে নেয়া হলে তাকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমর্রত চিকিৎসক শাওন বলেন, হাসপাতালে শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. জাবেদুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তবে মৃত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুনগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরেললাইন থেকে অজ্ঞাত দুই তরুণের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রাণভিক্ষা চাইবেন মুফতি হান্নান