ভাস্কর্য আর মূর্তি এক নয়: অজয় রায়

অজয় রায়বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক অজয় রায় বলেছেন, প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য সরিয়ে নিলে এর বিরুদ্ধে তরুণ শক্তিকে আন্দোলনে নামতে হবে। ভাস্কর্যটি ন্যায়ের প্রতীক, এটা কোনো সাধারণ মূর্তি নয়। এটি থাকার প্রয়োজন আছে কি না—সে সিদ্ধান্ত আদালত নেবে।

বুধবার ‘নারীর জন্য নিরাপদ হোক পয়লা বৈশাখ’ শিরোনামে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অজয় রায় এসব কথা বলেন। রাজধানীর ব্রতী কার্যালয়ে পয়লা বৈশাখে নারীর নিরাপত্তার লক্ষ্যে নাগরিক নজরদারির গুরুত্ব বোঝাতে এ সম্মেলনের আয়োজন করে নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন।

অজয় রায় আরও বলেন, ভাস্কর্য আর মূর্তি এক নয়—এটি হেফাজতকে বোঝাতে হবে। তরুণ সমাজকে বোঝাতে হবে, যেখানে-সেখানে ধর্মের নামে সংস্কারমূলক কথাবার্তা বা কাজ চলবে না।ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ মুখে যতই অসাম্প্রদায়িকতার কথা বলুক, সরকারের মন্ত্রণালয়গুলোকে হেফাজতীকরণ করা হয়েছে। ছাড় দিয়ে পাঠ্যপুস্তকগুলো হেফাজতে ইসলামের চাহিদামতো ছাপানো হলো, প্রধানমন্ত্রীর দপ্তরের গ্রিন সিগন্যাল না এলে একটি বাক্যও ছাপানো হয় না।

বর্ষীয়ান এই শিক্ষক বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। অথচ কয়েকটি সংগঠন ধর্মকে পুঁজি করে নারীকে কেবল রান্নাঘরের জীব হিসেবে আর রাতে পুরুষের সঙ্গী হিসেবে পেতে চায়। এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, দেশের সব জায়গাতেই নারীরা সহিংসতা, নির্যাতনের শিকার হচ্ছেন। মেয়েরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নন। দুই বছর আগে পয়লা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। মেয়েরা এখন বাইরে গিয়ে বাড়ি না ফেরা পর্যন্ত পরিবারকে আতঙ্কে থাকতে হচ্ছে। এ অবস্থা থেকে রেহাই পেতে সরকার-প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজকেও দায়িত্ব নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবগুড়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধআজই আইপিএলে নামছেন মোস্তাফিজ?