ভারত-চীন সংঘাত নিয়ে সিনেমা, নায়ক কে

বিনোদন ডেস্ক:

প্রতিবেশি দেশগুলোর সঙ্গে দ্বন্দ-সংঘাত লেগেই থাকে ভারতের। সেসব বিতণ্ডায় জিততে না পারলেও ঘটনা নিয়ে সিনেমা বানাতে পারদর্শী দেশটির ছবিওয়ালারা। এমনকি সেসব ‘যুদ্ধে’ সব সময় ভারতকেই জিততে দেখা যায়। এবারে ভারত-চীন সংঘাতের ঘটনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা। কিন্তু সে সিনেমার নায়ক হবেন কে?

২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাত নিয়ে তৈরি হতে যাচ্ছে সিনেমা। মুম্বাইয়ের সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন অপূর্ব লাখিয়া। দুই প্রতিবেশি দেশের কাহিনি পর্দায় তুলে ধরার পরিকল্পনা করেছেন তিনি। শোনা যাচ্ছে, সেই গল্পে দাপুটে সেনা সদস্যের ভূমিকায় দেখা যেতে পারে সালমান খানকে। এ নিয়ে নাকি প্রাথমিক পর্যায়ে সালমান খানের সঙ্গে কথাও হয়েছে পরিচালকের।

যুদ্ধের সিনেমায় সালমান এবারই প্রথম নন। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে ‘টিউবলাইট’ সিনেমাটি বলিউডে মুক্তি পায় ২০১৭ সালে। সেখানে দুই প্রতিবেশি দেশের যুদ্ধের আবহে এক সাধারণ নাগরিকের ভূমিকায় নজর কেড়েছিলেন সালমান খান। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের শেষ দিকে শুরু হবে গালওয়ান ভ্যালি নিয়ে সিনেমাটি।

প্রশ্ন উঠতে পারে, বলিউড কেন যুদ্ধ নিয়ে সিনেমা বানায়? অনেকে মনে করেন যুদ্ধের সিনেমা দেখে ভারতীয় দর্শকের মনে তৈরি হয় একটা দাপুটে মনোভাব। যদিও পর্দার যুদ্ধে বিজয়ী হওয়ার ভারতের এই গৌরব নিয়ে রীতিমতো হাসি ঠাট্টায় মেতে ওঠেন তাদের প্রতিবেশি দেশগুলোর দর্শক-নেটিজেনরা। তাদের অধিকাংশের মত, ভারতের যুদ্ধ শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ!

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বদলে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে রাখে ভারত। ইতিমধ্যে পাকিস্তান ও চীন সীমান্তে দেশগুলোর সঙ্গে বেশ কয়েকবার সংঘাতে জড়িয়েছে দেশটি। তাতে কমবেশি ক্ষতি হয়েছে দুপক্ষই। এখনও সে রকম এক উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সীমান্তে।

পূর্ববর্তী নিবন্ধ‘পদক দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি’
পরবর্তী নিবন্ধজাতিসংঘ ‘মানবিক করিডোর’র উদ্যোগ নিলে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত