ভারতে পাঁচ মাস কারাভোগের পর দেশে ফিরলেন ৮৮ জেলে

আন্তর্জাতিক ডেস্ক:

সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়ে ৫ পাঁচ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ৮৮ বাংলাদেশি জেলে।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন কালিন্দি নদীতে পতাকা বৈঠকের মাধ্যমে দুটি ফিশিং ট্রলারসহ এসব জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ সদস্যরা।

বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মফিজ মিয়া জানান, এসব জেলে গত ফেব্রুয়ারি মাসে সাগরে মাছ শিকারে যান। এক পর্যায়ে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করায় বিএসএফ তাদেরকে আটক করে। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এসব জেলেকে ভারতীয় কারাগারে পাঠানো হয়।

বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিন কারাভোগকারী এসব বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কারাগারে বন্দি ৮৮ জেলেকে সোমবার সন্ধ্যায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক মুস্তাফিজুর রহমান নাহিদ এর সমকালিন কবিতা শালি সমাচার
পরবর্তী নিবন্ধবাসভাড়াও কমানো হবে: এনায়েত উল্যাহ