‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইট’ উৎক্ষেপণ

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারত থেকে উৎক্ষেপণ করা হয়েছে বহুল আলোচিত ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইট’।

শুক্রবার বিকালে ভারতের শ্রীহরিকোটা থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

নরেন্দ্র মোদি ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরপরই এককভাবে ঘোষণা দেন- সার্কভুক্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে ভারত একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। তিনি এর নাম দেন ‘সার্ক স্যাটেলাইট’।

মোদি এটাকে প্রতিবেশী দেশগুলোর জন্য ‘ভারতের উপহার’ বলে ঘোষণা করেন। কিন্তু ভারতের উপহার নিতে অস্বীকার করে পাকিস্তান এ প্রকল্প থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। ফলে স্যাটেলাইটটির নাম পরিবর্তন করে ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইট’ করা হয়।

বাংলাদেশ মার্চে একটি চুক্তির মাধ্যমে ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইটে’ যোগ দেয়। পাকিস্তান ছাড়া সার্কভুক্ত সব দেশই এ স্যাটেলাইটে যোগ দিয়েছে।

এ স্যাটেলাইট পৃথিবীর চার পাশে প্রদক্ষিণ করে তথ্য-উপাত্ত পাঠাবে। এর মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যোগাযোগে বৈপ্লবিক উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইট’ উৎক্ষেপণের পর সন্ধ্যায় এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ নেতাদের মোদির সঙ্গে এই ভিডিও কনফারেন্সে যোগ দেন।

পূর্ববর্তী নিবন্ধসাসেক্সের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ-শফিউল
পরবর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষা শনিবার শুরু