ভারতে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু উদ্বোধন

পপুলার২৪নিউজ ডেস্ক ভারতের আসাম রাজ্যে দেশটির দীর্ঘতম সেতুর  উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসামে জন্ম নেওয়া উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত ভূপেন হাজারিকার নামে সেতুটির নামকরণ করা হয়েছে।

ভারতের বর্তমান সরকারের তিন বছর পূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার সেতুটির উদ্বোধন করেন। ৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর সঙ্গে সাড়ে ২৮ কিলোমিটার সংযোগকারী সড়কেরও উদ্বোধন করেন তিনি।

প্রয়াত সংগীত শিল্পী ভূপেন হাজারিকার জন্মস্থান আসামের সাদিয়ার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ফেরি। তা-ও সন্ধ্যার পর বা বন্যার সময় এই ফেরি পারাপার ছিল অসম্ভব। ব্রহ্মপুত্রের উভয় পারের বাসিন্দাদের পাশাপাশি অরুণাচল প্রদেশের বাসিন্দাদের এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হতো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেতু উদ্বোধনের ফলে আসাম থেকে অরুণাচল প্রদেশের দূরত্ব সড়কপথে প্রায় চার ঘণ্টা কমে যাবে। ২০১১ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার দীর্ঘতম সেতুটির নির্মাণকাজ শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি গিয়ে ‘ঘোমটা’ দিলেন না ট্রাম্পের স্ত্রী, কিন্তু পোপের সামনে কেন?
পরবর্তী নিবন্ধফের আদালতে আটকে গেল ট্রাম্পের আদেশ