ভারতের সাথে দ্বিপাক্ষিক সকল সমস্যার সমাধান করা হবে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তিস্তা নদীর পানি বণ্টনসহ দ্বিপাক্ষিক সকল সমস্যার সমাধান করা হবে। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নবম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বন্ধুপ্রতিম দেশটির সাথে সম্পর্ক আরো অগ্রগতি হবে বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে। তাদের গালিগালাজ করলে তারা কিছুই দেবে না।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য বিশ্বব্যাপী সলিডারিটি ক্যাম্প প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ সেতুমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ভারতের সব অবদানের কথা অস্বীকার করা হয়েছিল। ভারত বিরোধীতাকে পুঁজি করে বন্ধুপ্রতিম দেশ দুটির মধ্যে দেয়াল তৈরি করা হয়েছিল।

তিনি বলেন, আমরা বিগত সরকারগুলোর মতো তাঁদের সাথে শত্রুতার মধ্যে থাকলে দু’দেশের মধ্যে বিশাল সমস্যাগুলো সমাধান করতে পারতাম না।

কাদের বলেন, শত্রুতা করে কখনো দাবি আদায় করা যায় না। আলাপ আলোচনার মধ্যে দাবি আদায় করতে হয়। ঢাকা-নয়াদিল্লির মধ্যে সীমান্তচুক্তি স্বাক্ষরই তার প্রমাণ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশ-ভারত চুক্তিকে দেশবিরোধী চুক্তি হিসেবে উল্লেখ করার জবাবে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে রয়েছেন। এখনও চুক্তি সই হয়নি। চুক্তি সই হওয়ার আগেই সে চুক্তিকে দেশবিরোধী বলা আর অন্ধকারে ঢিল ছোড়ার মধ্যে কোনো পার্থক্য নেই।

পূর্ববর্তী নিবন্ধমালালা জাতিসংঘের শান্তির দূত মনোনীত
পরবর্তী নিবন্ধভারত-বাংলাদেশের সম্পর্ক এখন অনেক উচ্চতায় : বাণিজ্যমন্ত্রী