ভারতের বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথমার্ধে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ৪২ মিনিটে শামসুন্নাহারে গোলে এগিয়ে বিরতিতে গেছে লাল-সবুজ জার্সিধারীরা।

স্বাগতিক মেয়েদের মুহুর্মুহু আক্রমণের পরও বাংলাদেশকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। এর আগে দুটি সহজ সুযোগও এসেছিল লাল-সবুজ জার্সিধারীদের সামনে। কিন্তু বাংলাদেশ সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।

কিশোরী ফুটবলারদের ফাইনাল ঘিরে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ৮/১০ হাজার লোক গ্যালারি থেকে গলা ফাটিয়ে সমর্থন দিয়েছেন আঁখি-মনিকাদের।

প্রথম সহজ সুযোগটি এসেছিল ২২ মিনিটে। মারিয়ার মান্ডার ঠেলে দেয়া বল ধরে বক্সে ঢুকেছিলেন আনুচিং মগিনি। সামনে ভারতীয় গোলরক্ষক একা থাকলেও তাকে কাটাতে পারেননি আনুচিং। সে যাত্রা বেঁচে যায় ভারত।

ম্যাচের ৩২ মিনিটে বাঁ-দিক দিয়ে তহুরা খাতুন ভারতীয় ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের, তহুরার শট বাইরে চলে যায় দ্বিতীয় পোস্ট ঘেঁষে।

 

পূর্ববর্তী নিবন্ধছাতকে দৈনিক ইত্তেফাক’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা