ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ

পপুলার২৪নিউজ ডেস্ক :
ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে ‘বিদ্রোহের’ ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার নৌ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সম্প্রতি দেশটির উড়িশ্যা উপকূলে আইএনএস সন্ধ্যাক নামের অনুসন্ধানী জাহাজে এ বিদ্রোহের ঘটনা ঘটে।

বিদ্রোহী নৌবাহিনীর সদস্যরা তাদের এক ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য করার পাশাপাশি তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

তবে নৌবাহিনীর পক্ষ থেকে এটিকে ‘বিদ্রোহ’ না বলে কতিপয় সদস্যের দ্বন্দ্ব বলা হয়েছে। খবর এনডিটিভির।

জানা যায়, জাহাজের সঙ্গে থাকা একটি জরিপ বোটকে কাজ শেষে জাহাজটিতে তুলে নেয়ার আদেশ লংঘন করে সদস্যরা। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয় তারা। পরে এক নাবিক ওই কর্মকর্তাকে মারধর শুরু করলে অন্যরাও তাতে যোগ দেন।

এ সময় জরুরি ভিত্তিতে নিরাপত্তা দলকে ডাকা হলে একটি হেলিকপ্টারে করে তারা এসে বিদ্রোহী নাবিকদের জাহাজ থেকে সরিয়ে নেয়।

তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে প্রত্যাহার করা হয়।

এক বিবৃতি ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওই জাহাজে জুনিয়র কর্মীদের অবাধ্যতার অভিযোগ পাওয়া গেছে। তবে ভারতীয় সশস্ত্র বাহিনী এটিকে ‘বিদ্রোহ’ বলতে নারাজ।

এ ধরনের ঘটনাকে কোনোভাবে মেনে নেয়া হবে না হুশিয়ারি উচ্চারণ সশস্ত্র বাহিনী অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।

ঘটনার পর ভারতীয় নৌবাহিনীর সন্ধ্যাক জাহাজ আবারও তার কাজ শুরু করেছে। জাহাজটি সাধারণত অগভীর উপকূলবর্তী এবং গভীর সামুদ্রিক জরিপ, সমুদ্রবিজ্ঞান ও ভূ-তথ্য সংগ্রহে ব্যবহার হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বব্যাংকের পরামর্শে পাটকল বন্ধ করে বিএনপি: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজার্মানির রেলস্টেশনে কুঠার হামলা, আহত ৭