ভারতকে এই হামলার মূল্য দিতে হবে : শাহবাজ শরিফ

নিউজ ডেস্ক

কয়েক দিনের তীব্র উত্তেজনার পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন। চিরবৈরী প্রতিবেশী দুই দেশের সামরিক এই সংঘাতের লাইভ আপডেট জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।

পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের ২১ বিমানবন্দর বন্ধই থাকছে
পাকিস্তান ও পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান বলছে, ভারতকে এই হামলার “মূল্য দিতে হবে”।

এমন অবস্থায় ভারতের উত্তরাঞ্চলের কমপক্ষে ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

দ্য হিন্দু বলছে, বন্ধ থাকা উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের প্রধান বিমানবন্দরগুলো হলো: জম্মু ও কাশ্মিরের জম্মু, শ্রীনগর ও লেহ, পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা, হালওয়ারা, হিমাচল প্রদেশের শিমলা, ধর্মশালা, রাজস্থানের জোধপুর, বিকানের, জয়সালমের, কিশনগড়, গুজরাটের ভুজ, জামনগর, রাজকোট, মুন্দরা, পোরবন্দর, কান্ডলা এবং কেশোদ।

এছাড়া গোয়ালিয়র ও হিন্ডন বিমানবন্দরও এই তালিকায় রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এই বিমানবন্দরগুলোর অনেকগুলোই বেসামরিক ও সামরিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনা করে।

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। এই ঘটনার পর সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তান বলছে, ভারতকে এই হামলার “মূল্য দিতে হবে”। এমন অবস্থায় সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক।

বৃহস্পতিবার (৮ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আজাদ কাশ্মির ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর একদিন পর পাকিস্তানে আবারও হামলা চালিয়েছে ভারত। পাক সংবাদমাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যটি বলেছে, ভারতীয়রা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে ভারত আজাদ কাশ্মির ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর পর পাকিস্তানের বিমানবাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। এ সময় ভারতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। পাকিস্তানের এ জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের বিমানের মধ্যে প্রায় এক ঘণ্টা ডগ ফাইট (সম্মুখ লড়াই) হয়। আর এ যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে ‘বড় এবং দীর্ঘ ডগ ফাইট’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তিনি জানিয়েছেন, পাকিস্তানের ১২৫টি যুদ্ধবিমান পাল্টা হামলায় অংশ নেয়। তবে দুই দেশের কোনো বিমানই একে অপরের অংশে প্রবেশ করেনি। তিনি বলেছেন, পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে ১৬০ কিলোমিটার দূর থেকে মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছে। ২০১৯ সালে দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে ডগফাইট হয়েছিল। সেবার এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান। ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল। তবে দুই দেশের কেউই এবার এমনটি চায়নি। তাই কোনো দেশই তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি।

ভারতের পাঞ্জাবের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট প্রটোকল গ্রহণ করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর অম্রিতসার বিভাগীয় প্রশাসন সেখানে ব্ল্যকআউট শুরু করে। বার্তাসংস্থা এএনআই মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানিয়েছে, সর্বোচ্চ সতর্কতা নিয়ে অম্রিতসার বিভাগীয় প্রশাসন আবারও ব্ল্যাকআউট শুরু করেছে। তারা সবাইকে ঘরে থাকতে বলেছে। সঙ্গে আতঙ্কিত না হতে, বাড়ির বাইরে জড়ো না হতে এবং ঘরের সব লাইট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে। এনএনআইয়ের একই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, ব্ল্যাকআউট করা হচ্ছে পূর্বসতর্কতার অংশ হিসেবে।

আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে শেহবাজ বলেন, “গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে।”

ভারতের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ‘অপারেশন সিঁদুর’ নামে যে ঝটিকা অভিযান চালিয়েছে, ইতোমধ্যে তার দাঁতভাঙা জবাব পাকিস্তান দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিজ্ঞাপন বুধবার পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “রাতের আঁধারে পাকিস্তানের ভেতরে ঢুকে বড় নাশকতা করার জন্য হামলা চালিয়েছে ভারত। অতীতেও এমন হামলা ভারত চালিয়েছে এবং বরাবরের মতো এবারও সর্বশক্তিমান আল্লাহর কৃপায় এবং জাতির সমর্থন ও দোয়ায় আমাদের সামরিক বাহিনী এই হামলার দাঁতভাঙা জবাব দিয়েছে।” “পাকিস্তানের এই দৃঢ়তাপূর্ণ জবাব শত্রুপক্ষকে বিশৃঙ্খল করে দিয়েছে এবং একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের শক্তি, শৌর্য ও সামর্থ্যকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে এবং তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে। আমাদের সামরিক বাহিনী ইস্পাত-কঠিন বাহিনী।”- বলেন শেহবাজ।

  • পাকিস্তানের কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা করেছে ভারত?
    পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলার পর ভারত বলেছে, যেসব স্থানকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে, সেগুলো সন্ত্রাসীদের নিয়োগ কেন্দ্র, প্রশিক্ষণ শিবির ও হামলা চালানোর কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। ভারত-নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তানে ওই হামলা চালিয়েছে ভারত।

ভারতের এই হামলার পর পারমাণবিক অস্ত্রধারী এশিয়ার চিরবৈরী দুই প্রতিবেশীর মাঝে পুরোমাত্রার যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানের ৯টি স্থানে হামলার দাবি করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। দেশটি বলেছে, ছয়টি স্থানে হামলা করেছে ভারতীয় বাহিনী। আর এসব স্থানের কোনোটিই সন্ত্রাসীদের আস্তানা ছিল না। বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন…

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ দেশটির বিভিন্ন এলাকায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে উভয়েরই প্রতিবেশী দেশ চীন। দুই প্রতিবেশীকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছে বেইজিং।

বুধবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ ইস্যুতে বলেন, “বুধবার ভোররাতে পাকিস্তানে ভারতের সামরিক পদক্ষেপের ঘটনায় চীন গভীরভাবে দুঃখিত এবং উদ্বিগ্ন। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী।”

  • ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার বলেছে, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা বাড়ানো ‘‘এই অঞ্চলের স্বার্থের’’ পরিপন্থী। বুধবার পাকিস্তানে ভারতের হামলার পর আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উভয়পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে তাদের সমস্যার সমাধানের আহ্বান জানায় কাবুল। একই সঙ্গে এই সংঘাতের অবসানে দিল্লি এবং ইসলামাবাদকে সংযমের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

ইসলামাবাদ বলেছে, বুধবার পাকিস্তানে ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর নয়াদিল্লি বলেছে, পাকিস্তানের ছোড়া গোলার আঘাতে কমপক্ষে ১২ ভারতীয় নিহত হয়েছেন।

গত মাসের শেষ দিকে এইচএসসি ও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে পাকিস্তানে আজ বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের ইসলামিয়াত (ঐচ্ছিক) এবং প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং থিওরি ২য় পত্রের পরীক্ষা ছিল। আর এসএসসি পরীক্ষার্থীদের ছিল কম্পিউটার সায়েন্স ব্যাবহারিক পরীক্ষা।

পূর্ববর্তী নিবন্ধশরীরে আগুন নিয়ে ৭১ বছর বয়সী অভিনেত্রীর বিরল রেকর্ড
পরবর্তী নিবন্ধকলকাতাকে ১৭৯ রানে আটকে দিলো চেন্নাই