ভয়ের দেয়াল ভাঙতে জেফারের ‘তীর’

বিনোদন ডেস্ক:

আজকাল অভিনয় নিয়ে অনেক বেশি আলোচনায় থাকেন জেফার রহমান। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের দ্বিতীয় সিজনে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবে গায়িকা জেফার রহমানও সমানতালে আলোচনায় রয়েছেন। সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি ‘বৈয়াম পাখি ২’ গানে কণ্ঠ দিয়েও শ্রোতাদের মনে দোলা দিয়েছেন তিনি।

সেইসঙ্গে গেল ঈদ উপলক্ষে প্রকাশিত আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’-তে জেফার রহমানের গাওয়া গান ‘নিয়ে যাবে কি’ ইতোমধ্যেই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। বাঁধনের কথায় এবং জেফারের সুরে তৈরি এই গান অনলাইনে বেশ প্রশংসিত হয়েছে এই গান।

তারই ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে হাজির হলেন জেফার। এ গানটির নাম রেখেছেন তিনি ‘তীর’।

গতকাল (২৯ এপ্রিল) জেফারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। গাওয়ার পাশাপাশি এর সুরও করেছেন জেফার নিজেই। গানের কথা যৌথভাবে লিখেছেন জেফার ও আদিব কবির। গানটির কনসেপ্ট এবং ক্রিয়েটিভ দিক নির্দেশনাও দিয়েছেন তিনি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পার্থ শেখ। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন টিজে ফাইজা।

জেফার জানান, ‘‘তীর’ গানটি মূলত ভয় ও সংশয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা থেকে তৈরি। ২০২১ সালে গানটির সুর তৈরির কাজ শুরু হলেও নানা কারণে তা শেষ করতে সময় লেগে যায়। অবশেষে ২০২৪ সালে পুরো সংগীতায়োজন সম্পন্ন করে ভিডিওসহ প্রকাশ পেল গানটি।’

পূর্ববর্তী নিবন্ধতিন নারীকে ধর্ষণ ও খুনের তদন্তে বাঁধন, রহস্য খুলবে ঈদে
পরবর্তী নিবন্ধআমাকে খোলামেলা পোশাকে দেখার এতো ইচ্ছা কেন : শবনম ফারিয়া