ব্র্যাকের স্বাস্থ্য সেবিকাকে গণধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন

পপুলার২৪নিউজ ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীর ব্র্যাকের এক স্বাস্থ্য সেবিকাকে গণধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবুল হোসেন, মো. কালু ও মো. শফি আলম। কালু। এদের মধ্যে কালু পলাতক আছেন।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল কাদের ভুঁইয়া ও মমতাজ বেগম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।

২০০৫ সালের ১২ জুন বাঁশখালীর দক্ষিণ জলদি এলাকার ব্র্যাকের এক স্বাস্থ্য সেবিকাকে গণধর্ষণ করা হয়।

এ ঘটনায় একই বছরের ১৪ জুন আবুল হোসেন, মো. কালু ও মো. শফি আলম কালুর বিরুদ্ধে মামলা করেন ওই নির্যাতিতা।

২০১৫ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ তিনজনকে মৃত্যুদণ্ড দেন।

পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন আসামিরা। আপিলের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট ওই রায় দেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরও দুই পদের অতিরিক্ত দায়িত্বে!
পরবর্তী নিবন্ধচামড়া শিল্পনগরীর মেয়াদ ২ বছর বৃদ্ধি, বরাদ্দ হাজার কোটি টাকা