বোরহানউদ্দিনে ১ মিনিটে ১ লাখ বৃক্ষরোপন

  জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

‘গাছ লাগাও, উপকূল বাঁচাও’ এ স্লোগান নিয়ে আগামীকাল সোমবার দুপুর ১২টা ১ মিনিটে ভোলার বোরহানউদ্দিনে ১ লাখ গাছের চারা রোপন করা হবে। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও গুরুত্বপূণ সড়কসহ পাঁচ শতাধিক স্পটে একযোগে এ গাছের চারা রোপন করা হবে।

শোকের মাসকে শ্রদ্ধা ভরে স্মরণ করার লক্ষে ও মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে বোরহানউদ্দিন উপজেলাকে রক্ষায় উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ আঃ কুদদুস এ কর্মসূচি গ্রহণ করেছেন। নিজ দায়িত্ববোধ থেকেই স্ব-উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করেন তিনি।

ইউএনও মোঃ আঃ কুদদুস বলেন, ১ মিনিটে ১ লাখ গাছের চারা রোপন কর্মসূচি পালনের লক্ষে ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রজাতের গাছের চারা সংগ্রহ করে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্তুপ করা হয়। সেখান থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের মাঝে এ সব গাছের চারা বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএকাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: হেলালুদ্দীন আহমেদ
পরবর্তী নিবন্ধসিপিএলে সাকিবের ‘বদলি’ কিউই ক্রিকেটার ফিলিপস