বৈরী আবহাওয়া সারা দেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

পপুলা্র২৪নিউজ প্রতিবেদক:

বৈরী আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সোমবার সকালে এ নির্দেশনা জারি করা হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদিন জানান, বিরূপ আবহাওয়ার কারণে সারা দেশের সব রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে সোমবার আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর  উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুগদায় যৌন হয়রানির দায়ে বৃদ্ধের সাত বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধকুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে নিহত ২