বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুকে জিজ্ঞাসাবাদ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

রোববার পর্যন্ত দুদক বেসিক ব্যাংকের সাবেক ১০ জন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে।

তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি  বলেন,  জিজ্ঞাসাবাদে কিছু প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

গত ২৩ ডিসেম্বর প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ পরিচালনা পর্ষদের ১১ জনকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ দেয় দুদক।

রোববার ঋণ জালিয়াতির বিষয়ে বেসিক ব্যাংকের সাবেক পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও আনিস আহমদকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

পূর্ববর্তী নিবন্ধ৫ কোটি টাকা না দিলে এমপি শওকতের জামিন বাতিল
পরবর্তী নিবন্ধরসিক নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু