বেনাপোলে ২৬টি সোনার বারসহ দুই পাচারকারী আট

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে আজ সকালে আবারো ২৬টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোনার বারগুলো পাচারকারীদের দেহে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ছিল।

আটককৃতরা হলেন বেনাপোলের পুটখালি সীমান্তের বালুণ্ডা গ্রামের আলী হোসেনের ছেলে ইমরান হোসেন (২২) ও একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (২৫)।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী সেজে দেহে ফিটিং করে প্রায়ই কোটি কোটি টাকার সোনা পাচার করা  হচ্ছে বলে বিজিবি জানায়।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে ইমরান হোসেন ও বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চার কেজি ওজনের ২৬টি সোনার বার জব্দ করা হয়। জব্দ সোনার মূল্য ‌এক কোটি ৭০ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘বেগম রোকেয়া ছিলেন এদেশের নারী জাগরণের অগ্রদূত’
পরবর্তী নিবন্ধআশুলিয়ায় গোপন বৈঠককালে জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার