বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ভারতে পাচারকালে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ১৮ টি সোনার বারসহ শ্রবন বিশ্বাস (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মংগলবার সকালে তাকে আটক করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ২ কেজি ১’শ গ্রাম।

বেনাপোলে এ নিয়ে গত ১০ দিনে ৬৩টি সোনার বার আটক করা হল।

আটক শ্রবন বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের উওর ২৪ পরগনা জেলার চড়ুইগাছি গ্রামের বিরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সোনা নিয়ে ভারতে পাচার করে আসছে বলে বিজিবি জানায়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ঘিবা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পাচারের আগেই ওই এলাকায় অভিযান চালিয়ে শ্রবন বিশ্বাসকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মূল্য ৮৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আটক শ্রবন বিশ্বাসকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটলিউডে কোন নায়িকা কত পারিশ্রমিক নেন
পরবর্তী নিবন্ধবক্স অফিসে নতুন মাইলস্টোনে বরুণ ধাওয়ানের ‘জুড়য়া টু’