বুরুন্ডির বারে গ্রেনেড হামলায় নিহত ৩,আহত ২৭

পপুলার২৪নিউজ ডেস্ক:
বুরুন্ডির রাজধানী বুজুমবুরায় দুটি পানশালায় (বার) গ্রেনেড হামলায় তিনজন হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২৭ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানীর বুয়েনজি জেলায় এ ঘটনা ঘটে।

বুরুন্ডি পুলিশের মুখপাত্র পিয়েরে নকুরিকিয়ে শুক্রবার সাংবাদিকদের হামলার কথা নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে দুটি বারে গ্রেনেড হামলার পর ঘটনাস্থলেই একজন মারা যান। আহত অবস্থায় ২৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হামলায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গ্রেনেড হামলাকারীরা বার বা গ্রাহকদের কারো কাছ থেকে টাকাপয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেনি। তারা হামলার উদ্দেশ্যেই হামলা করেছে।

উল্লেখ্য, ২০০৫ সালে এক শান্তি চুক্তির মাধ্যমে গৃহযুদ্ধে আক্রান্ত বুরুন্ডিতে স্থিতি অবস্থা ফিরে আসে।

তবে ২০১৫ সালে দেশটির প্রেসিডেন্ট পিয়েরি নকুরুনজিজা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা দিলে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে।

বিরোধীদের অভিযোগ নকুরুনজিজা দেশের সংবিধান ও শান্তিচুক্তি লঙ্ঘন করে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।তারা নির্বাচন বয়কট করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো বিজয়ী হন নকুরুনজিজা। এরপর থেকে দেশটিতে সহিংসতা চলছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের হিসাব অনুযায়ী, সহিংসতায় বুরুন্ডিতে প্রায় ৪৫০ জন নিহত এবং হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনিষিদ্ধ পল্লীতে নওয়াজ?
পরবর্তী নিবন্ধআনিসুল হককে নিয়ে স্ত্রী রুবানার ফেসবুক স্ট্যাটাস