বুধবার মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবেন মোস্তাফিজ

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল খেলতে ভারত গেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কথা নিজেই জানিয়েছেন মোস্তাফিজ।

মঙ্গলবার ফেসবুকে তার ভেরিফাইড পেজে নিজের ছবি আপ করে ক্যাপশনে লেখেন, মিশন আইপিএল।

শ্রীলংকা সফর শেষে দেশে ফিরে তিনদিন ছুটি কাটালেন বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। শুক্রবার দেশে ফিরে সাতক্ষীরায় নিজের বাড়িতে গিয়েছিলেন তিনি।

সেখানে দু’দিন থেকে কাল ঢাকায় এসেছেন কাটার মাস্টার। আজ আবার আইপিএলে খেলার জন্য ভারত গেলেন তিনি।

যাওয়ার আগে মোস্তাফিজ জানান, আগের মৌসুমের সাফল্য এবার ছাড়িয়ে যেতে চান তিনি। দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন মোস্তাফিজ।

আইপিএলে তিনি দ্বিতীয়বারের মতো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামবেন।

মোস্তাফিজের ভারত যাওয়ার কথা ছিল সোমবারই। কিন্তু সাপ্তাহিক ছুটির কারণে ভিসা পেতে দেরি হওয়ায় একদিন পর যাচ্ছেন তিনি।

আগামীকাল (বুধবার) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তার।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ দল সাসেক্সে ১০ দিনের একটি অনুশীলন ক্যাম্প করবে। কিন্তু প্রথমদিকে এই ক্যাম্পে মোস্তাফিজের যোগ না দেয়ার সম্ভাবনাই বেশি। ভারত থেকে আর দেশে না ফিরে আয়ারল্যান্ডে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারেন মোস্তাফিজ।

এখন থেকেই টানা ব্যস্ততার মধ্যে থাকবেন তিনি। আইপিএলের গত আসরে তার দল সানরাইজার্স হায়দরাবাদ শিরোপা জিতেছিল। ওই আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ মে।

পূর্ববর্তী নিবন্ধআমি জানতাম, শাকিব ফিরবেই:অপু
পরবর্তী নিবন্ধবর্ষবরণে যে সব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে