বিমানের সিটের নিচ থেকে ৪০টি সোনার বার উদ্ধার

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা বিমানের সিটের নিচে আড়াই কোটি টাকার ৪০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।  রবিবার রাতে বাংলাদেশ ইউএস বাংলার কলকাতা থেকে আসা বিএস২০২ ফ্লাইটের সিটের নিচে লুকায়িত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, কলকাতা থেকে আসা বিএস২০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার বিকেলে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের পূর্বেই বিশেষ নজরদারি বজায় রাখে।

পরবর্তীকালে বিমানটি অবতরণের পরে শুল্ক গোয়েন্দা দল তল্লাশিকালে বিমানের ৮এফ সিটের নিচ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করে। উদ্ধারকালে সোনার বারগুলো হলুদ রংয়ের স্কচটেপে মোড়ানো অবস্থায় কালো রংয়ের প্যাকেটে পাওয়া যায়। এরপর কাস্টমস হলে এনে বিভিন্ন সংস্থার সামনে স্কচটেপ মোড়ানো প্যাকেটটি খুললে মোট ৪০টি সোনার বার পাওয়া যায়।

সূত্র আরো জানায়, উদ্ধারকৃত সোনার বারগুলোর প্রতিটির ওজন ১০ তোলা এবং মোট ওজন ৪.৬ কেজি, যার বর্তমান বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা জানায়, এ ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধউ. কোরিয়াসহ তিন দেশের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধউড়োজাহাজের পাখা ভেঙে পড়ল গাড়ির ওপর !