বিমানের আরও দুটি হজ ফ্লাইট বাতিল

পপুলার২৪নিউজ ডেস্ক:
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫ মিনিটের বিজি-১০৭৩ ও বেলা ১টা ২৫ মিনিটের বিজি-৫০৭৩ হজ ফ্লাইট দুটি বাতিল হয়েছে বলে বিমান সূত্র জানিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, পর্যাপ্তসংখ্যক হজযাত্রী না পাওয়ায় বিমানের আজকের দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় এ পর্যন্ত বিমানের ২৩টি এবং সৌদি এয়ারলাইনসের ৩টি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয় গত ২৪ জুলাই। ফ্লাইটের সূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বিমান বাংলাদেশ ও ২৭ আগস্ট সৌদি এয়ারলাইনসের ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট পরিচালনা করার কথা।

রাজধানীর আশকোনায় হজ কার্যালয় থেকে জানানো হয়েছে, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। গতকাল বুধবার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৬৮ হাজার ৫১২ জন।

বাংলাদেশ থেকে সৌদি আরবের সর্বশেষ ফ্লাইটের আর ১০ দিন বাকি। এই সময়ে ৪৮ হাজার ৮০৫ হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে। ১০ দিনে এত সংখ্যক হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে চ্যালেঞ্জ হবে মনে করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ঢাকায় সৌদি দূতাবাস থেকে গতকাল বুধবার পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৩১৭ হজযাত্রী ভিসা পেয়েছেন। ভিসার জন্য সৌদি দূতাবাসে হজযাত্রীদের পাসপোর্ট জমা দেওয়ার আজই শেষ দিন। তবে এখনো ৭ হাজার ১৩ হজযাত্রীর পাসপোর্ট জমাই পড়েনি। আজকের মধ্যে পাসপোর্ট জমা না দিলে তাঁরা ভিসা পাবেন না।

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে মাকে নির্যাতনকারী সেই ছেলে গ্রেফতার
পরবর্তী নিবন্ধআবির ও কোয়েল জুটির ‘ছায়া ও ছবি’র ট্রেলার (ভিডিও)