বিমানবন্দরে সোহেল তাজের স্যুটকেস ভেঙে তল্লাশি

পপুলার২৪নিউজ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা অনুমতিতে তালা ভেঙে নিজের স্যুটকেসে তল্লাশি চালানোর অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোহেল তাজের ভেরিফাইড পেজে এ অভিযোগ করা হয়।

এতে সাব্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লেখেন, ঢাকা বিমানবন্দরে কেউ একজন অনুমতি ছাড়াই আমার স্যুটকেসের তালা (লক) ভেঙে তল্লাশি চালিয়েছেন। স্যুটকেসটিতে আমার বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল।

তিনি আরও উল্লেখ করেন, আমি গত ২২ অক্টোবর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আমার স্যুটকেসটি খোলা অবস্থায় পেয়েছি। এর ট্যাগে স্পষ্ট করেই আমার নাম লেখা ছিল।

উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ সন্তান সোহেল তাজ। তিনি বিগত মহাজোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে এবং ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্যপদ থেকে তিনি পদত্যাগ করেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা
পরবর্তী নিবন্ধ১৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সুষমা স্বরাজ