বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন চেয়ে রিট

পপুলার২৪নিউজ প্রতিবেদক: অন্য দেশ থেকে বাংলাদেশে আগতদের তথা বিদেশফেরতদের সংশ্লিষ্ট বন্দর থেকেই বাধ্যতামূলকভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন কোয়ারেন্টাইনে রাখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে, আদালতের আগামী দিনের নির্ধারিত অবকাশকালীন ছুটি এগিয়ে এনে এখনই তা কার্যকর করার আর্জি জানানো হয়েছে রিটে।

আইন সচিব, স্বাস্থ্য সচিব, পররাষ্ট্র সচিব, বিমান ও পর্যটন সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহা-পরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।

বুধবার ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী নিজেই।

এর আগে ২৪ ঘণ্টা সময় দিয়ে লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী। নোটিশে সাড়া না দেয়ায় রিট করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ওমরাফেরত ৬০ জন হোম কোয়ারেন্টাইনে
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে করোনা থেকে বাঁচতে লাখো মুসল্লির দোয়া