বিজয় মাসে জাতীয় পতাকা বিক্রির ধুম

পপুলার২৪নিউজ ডেস্ক: শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের চেতনায় এ মাসের শুরু থেকেই জাতীয় পতাকার ব্যবহার বেড়ে যায়। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এটি চূড়ান্ত রূপ ধারণ করে। এ কারণে এসময় পতাকা তৈরির ধুম পড়ে যায়।

বাড়ির ছাদে, বারান্দায়, গাড়িতে, রিকশায়, এমনকি মোটরসাইকেলের লাল-সবুজের পতাকা পতপত করে উড়তে থাকে। এজন্য রাজধানীসহ সারা দেশে চলছে জাতীয় পতাকা বিক্রির ধুম।

সঙ্গে পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের অলিগলিতে মৌসুমি পতাকা বিক্রেতারাও হাঁকডাক দিয়ে বিক্রি করছেন দেশের জাতীয় পতাকা। নির্ধারিত মাপে কাপড়ের পতাকার পাশাপাশি কাগজ দিয়ে তৈরি পতাকাও বেশ বিক্রি হচ্ছে। কাগজের পতাকা দিয়ে ফুটপাত বা দোকানপাট, বাসা সাজানো হচ্ছে। বৈদ্যুতিক বাতি দিয়েও এখন পতাকা তৈরি করা হচ্ছে।রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়ের সামনে পতাকা বিক্রি করেন মো. আলাউদ্দিন। তিনি বলেন, ইতিমধ্যে সব আকারের পতাকা বিক্রির জন্য প্রস্তুত করেছি। ক্রেতারাও আসতে শুরু করেছেন। তবে দিন যত যেতে থাকবে বিক্রি আরও বাড়বে। শুধু পতাকা নয়, লাল-সবুজের মাথার কাগজের ক্যাপ, রাবার, হাতের ব্যাজ, বুকের ব্যাজ বিক্রি করছেন তিনি। এছাড়া আছে কাগজের ছোট পতাকাও।

একই স্থানে মো. জসিম উদ্দিন বলেন, পতাকা বিক্রি করে আমি গর্বিত। আমি মনে করি, পতাকার মাধ্যমে আমি দেশের মানুষের কাছে শহীদদের সন্তানকে তুলে দিচ্ছি। তারা সেটিকে অত্যন্ত যত্নের সঙ্গে লালন করছেন। এ পতাকার জন্য বাংলাদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। আর কোনো জাতীয় দিবস এলেই এ পতাকার কদর অনেক বেড়ে যায়। তিনি বলেন, এ এক মাস পতাকা বিক্রি করে অনেক লাভ হয়। তাই বিজয়ের মাস এলেই পতাকা বিক্রি করি।

এখানকার বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আকারভেদে ১০ থেকে ৫০০ টাকা পর্যন্ত পতাকা বিক্রি হয়। এছাড়া কাগজের ছোট পতাকা এক হাজার ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আছে কাগজের বিজয় স্মৃতিসংবলিত ক্যাপ। বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা করে। মাথায় পরার পতাকাসংবলিত রাবার ব্যান্ড বিক্রি হচ্ছে মানভেদে ২৫-৪০ টাকা। আছে হাতের ব্যান্ড, তা পাওয়া যাচ্ছে ৩০-৪০ টাকায়। এদিকে রাজধানীর নয়াবাজার এলাকায় মৌসুমি পতাকা বিক্রেতা মো. সোহেল।

একটি বাঁশে বাহারি সাইজের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ ডাক দিয়ে দেখছেন পতাকা। সাইজের সঙ্গে দামে মিললেই কিনে নিয়ে যাচ্ছেন। রাজধানীর গুলিস্তান এলাকার হকার্স মার্কেট, বঙ্গবাজার ও সদরঘাট হকার্স মার্কেটের সামনে জাতীয় পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

বঙ্গবাজারে কাঠের মার্কেটের একটি কারখানায় একের পর এক পতাকা বানিয়ে যাচ্ছেন কিরণ হোসেন। আটজন কারিগর কাজ করেন ওই কারখানায়। যত বেশি সংখ্যায় বানানো যাবে, তত বেশি টাকা মালিকের কাছ থেকে পাবেন। কিরণ জানান, ডিসেম্বর মাসে বেশি কাজ হয়।

দিনে ১৮ ঘণ্টা কাজ করেও টার্গেট অনুযায়ী পতাকা তৈরি করে শেষ করা যায় না। আর আকারভেদে প্রতিটি পতাকার জন্য কমপক্ষে তিনি ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত মজুরি পান। গুলিস্তান হকার্স মার্কেটের ভেতরে একসঙ্গে ১৭ জন পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধ তাবলিগ জামাতের দু’পক্ষের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিএনপি নেতা সপু গ্রেফতার