বিজয় দিবস কুচকাওয়াজ আয়োজনের স্পন্সর সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীর লগ্নে মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২২ আয়োজনে স্পন্সর হিসেবে আয়োজক বাংলাদেশ সেনাবাহিনীকে ৭৫ লাখ টাকা দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড।

ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আফজাল করিমের কাছ থেকে স্পন্সর হিসেবে ৭৫ লাখ টাকার স্পন্সরশিপ চেক গ্রহণ করেন জাতীয় বিজয় দিবস প্যারেড আহ্বায়ক কমিটির পক্ষে লে. কর্নেল মো. শরিয়ত উল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাকিবদের রাত জেগে আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে চিন্তিত ডোমিঙ্গো
পরবর্তী নিবন্ধএসবিএসি ব্যাংকের প্রধান নির্বাহী হলেন হাবিবুর রহমান