বিচার বিভাগ নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য সত্য: আইনমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক

বিচার বিভাগের নানা অনিয়ম নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যে বক্তব্য দিয়েছেন তার সত্যতা আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ ব্যাপারে প্রধান বিচারপতি ব্যবস্থা নেবেন বলেও জানান মন্ত্রী।

গত রোববার সুপ্রিমকোর্টের নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সংবর্ধনা প্রদানকালে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, বেশ কয়েক বছর ধরে বিচার বিভাগের অবক্ষয় ঘটেছে। তবে আদালতের ভাবমূর্তি উন্নত করতে নতুন প্রধান বিচারপতির পদক্ষেপে নিঃশর্তভাবে সমর্থন করবেন বলে জানান তিনি।

মাহবুবে আলম আরও বলেন, ইতিপূর্বে একজন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয়ার সময় আদালতের অবক্ষয়ের কিছু নমুনা তুলে ধরেছিলাম। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি তদন্তের পদক্ষেপ নিয়েছিলেন। তদন্ত অনেকটা অগ্রসরও হয়েছিল, কিন্তু যখন পরবর্তী প্রধান বিচারপতি এলেন, ওনার দফতর থেকে সেই ফাইলটা নিখোঁজ হয়ে গেল।

অ্যাটর্নি জেনারেলের ওই বক্তব্যের সূত্র ধরেই আজ মঙ্গলবার আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিচার বিভাগে নানা অনিয়ম নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম কথায় সত্যতা আছে।

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক ঘায়েল করার জন্য নয় বলেও জানান আইনমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধশ্রীপুরে অটোমালিক হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধ৩২ ধারা অনুসন্ধানী সাংবাদিকতার অন্তরায় নয় : আইনমন্ত্রী