বিচারকদের শৃঙ্খলাবিধি প্রকাশে ফের সময় পেল সরকার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রকাশে সরকারকে শেষবারের মতো দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।

রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলাসংক্রান্ত বিধির গেজেট প্রকাশের ধার্য দিন ছিল আজ।

কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে আপিল বিভাগে আবারও সময় আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ সময় দিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার উদ্দেশে সর্বোচ্চ আদালত বলেন, ‘এটাই শেষ সুযোগ’।

প্রসঙ্গত, এর আগেও এ সংক্রান্ত গেজেট প্রকাশে কয়েক দফা সময় নিয়েছিল সরকার।

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় এর আগে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকেও তলব করেছিলেন আপিল বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধশাকিব খান নিষিদ্ধ ইস্যুতে পিছু হটল চলচ্চিত্র পরিচালক সমিতি
পরবর্তী নিবন্ধইয়েমেনে যুদ্ধবিরতি ও সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান করবিনের