বিএনপি নেতা হত্যা: খুলনায় শনিবার হরতাল

পপুলা২৪নিউজ জেলা প্রতিনিধি :

দেহরক্ষীসহ খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুকে হত্যার প্রতিবাদে হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে নগর ও জেলা বিএনপি।

শুক্রবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, শুক্রবার কালোব্যাচ ধারণ, আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরী ও জেলায় অর্ধদিবস হরতাল এবং রোববার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাসভবন (ফুলতলার নতুনহাট) সংলগ্ন ব্যবসায় প্রতিষ্ঠানে দেহরক্ষীসহ খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন মিঠুর শ্বশুর ও অপর এক দেহরক্ষী।

পূর্ববর্তী নিবন্ধউত্তরপত্র উদ্ধারের ঘটনায় ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধভাস্কর্য সরানোর বিক্ষোভে কাঁদানে গ্যাস, আটক ৪