বিএনপি না আসলেও নির্বাচন হবে : স্বাস্থ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনে কে আসলো আর না আসলো তাতে কিছু যায় আসে না। সে চিন্তাও করি না। বিএনপি না আসলেও নির্বাচন হবে। ’

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ‘জঙ্গিবাদ বিরোধী লড়াইকে ক্ষতিগ্রস্থকারী-উন্নয়ন সাফল্যকে ম্লানকারী দুর্নীতি-দলবাজী-দখলবাজী-অন্তঃকলহ অপকর্ম ও অরাজনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করুন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এ সেমিনার আয়োজন করেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশে স্থিতি অবস্থা বিরাজ করছে। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে। জনগণের মন জয় করেই নির্বাচনে জয়লাভ করতে হবে। ’

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে প্রতিপক্ষের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘তিনবার ক্ষমতায় থেকে বেগম খালেদা জিয়া ভারতের সঙ্গে বিরাজিত একটি সমস্যাও সমাধান করতে পারেননি। অথচ এসব বিষয়ে তারা বড় বড় কথা বলছে। যুদ্ধ করে সমস্যার সমাধান হয় না। আলোচনার মাধ্যমে প্রকাশ্যে সব সমস্যার সমাধান করতে হবে। ’

পূর্ববর্তী নিবন্ধজেসুস–দিবালা দুজনকেই পছন্দ নেইমারের
পরবর্তী নিবন্ধআজানের প্রতি সালমানের অনন্য সম্মান