বায়োমেট্রিক হাজিরা চালু করলো পরিকল্পনা কমিশন

নিজস্ব প্রতিবেদক: ম্যানুয়ালি পদ্ধতিকে বিদায় জানিয়ে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু করলো পরিকল্পনা কমিশন। এখন থেকে অফিস ফাঁকি দিলেই বেতন কর্তন করা হবে।

বুধবার (২৪ জুলাই) বুড়ো আঙ্গুলের ছাপ দিয়েই ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফলে এখন থেকে অফিসে প্রবেশ ও বের হওয়ার সময় সকল কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরায় বুড়ো আঙ্গুলের ছাঁপ দিতে হবে। শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের চত্বরে ১০টি ভবনে ডিজিটাল হাজিরার ব্যবস্থা থাকবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। সকল ক্ষেত্রেই ডিজিটালাইজেশন হচ্ছে। সেই ধারাবাহিকতায় পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা চালু হলো। এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। সবাই সময় মতো অফিসে আসবেন কাজ করবেন। আমরা কাজ চাই, আশা করি এর মাধ্যমে কাজের গতি আরো বাড়বে।’

আগামি ১লা আগস্ট থেকে সব কর্মকর্তা-কর্মচারীদে সকালে অফিসে প্রবেশের সময় এবংছুটি শেষে যাওয়ার সময় বাধ্যতামূলকভাবে ডিজিটাল হাজিরা দিতে হবে।

পরিকল্পনা বিভাগ সচিব নূরুল আমিন, সবাইকে ডিজিটাল হাজিরা দিতে হবে। সময় মতো কেউ অফিসে না আসলে বেতন কাটা হবে।রেগুলার সময়মতো অফিসে আসতে হবে। এর মাধ্যমে অফিস ফাঁকি দেয়ার সুযোগ থাকে। কারণ একজন কর্মকর্তা-কর্মচারীর সকল হাজিরার বিষয় রেকর্ড থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র ঈদুল আজহা ১২ আগস্ট হওয়ার সম্ভবনা: বিএএস
পরবর্তী নিবন্ধকৃষি ভিত্তিক নতুন পণ্যে অর্থায়নের সুপারিশ বিআইবিএমের সেমিনারে