বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক ও সহকারী নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন ট্রাকচালক সাদ্দাম হোসেন (৩৭)। তার সহকারীর নাম জানা যায়নি।

তবে উভয়ের বাড়ি চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ভৈরবগামী মালবাহী একটি ট্রাক দড়িকান্দি এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকচালক ও তার সহকারী। এ সময় আহত হন বাসের ৯ যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা মিলে হতাহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সেখান থেকে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

পূর্ববর্তী নিবন্ধরোনালদোর হাতেই পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর
পরবর্তী নিবন্ধ রাজধানীতে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার