বার্সেলোনায় দ্বিতীয় হামলাচেষ্টা নস্যাৎ, ৫ হামলাকারী নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

স্পেনের পূর্বাঞ্চলীয় পর্যটন ও ফুটবলের নগরী বার্সেলোনার রাস রাম্বলাস এলাকায় মানুষের ভিড়ে দ্রুতগতির গাড়ি নিয়ে হামলায় অন্তত ১৩ জন নিহত হওয়ার পর দক্ষিণের আরেক শহর ক্যামব্রিলসে দ্বিতীয়বার হামলার চেষ্টা করা হয়। তবে তা নস্যাৎ করে দেয় পুলিশ। পুলিশের অভিযানে হামলাকারীরা নিহত হয়েছে। এই দুটি ঘটনায় মোট ১৭ জন নিহত হয়েছে।

পুলিশ মনে করছে, নিহতরা আত্মঘাতী হামলার চেষ্টা চালাতে পারতো।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটে রামব্লাস পর্যটক এলাকায় মানুষের ভিড়ের মধ্যে ভ্যান নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১৩ জন নিহত এবং ২০ জন আহত হন। এর কিছুক্ষণ পরই ক্যামব্রিলসে দ্বিতীয় হামলাচেষ্টা করা হয়। এই হামলাচেষ্টাকারীদের মধ্যে পাঁচজন পুলিশের গুলিতে নিহত হয়। আহতাবস্থায় আটক হয় একজন। এদের গায়ে বাঁধা ছিল বিস্ফোরকদ্রব্যের বেল্ট।

এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে উল্লেখ করছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোই।

এদিকে প্রথম হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক বলেছে, তাদের সৈনিকরা এই হামলা চালিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচীনকে চাপে রাখতে ভারতের পাশে থাকার ইঙ্গিত ব্রিটেনের
পরবর্তী নিবন্ধট্রাম্প প্রশাসনে কে এই চমকজাগানো তরুণী