বাধার মুখেই সংশোধন হলো ব্যাংক কোম্পানি আইন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বাধা এবং আপত্তির মুখেই সংশোধন হলো ব্যাংক কোম্পানি আইন, এতে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে একসঙ্গে এক পরিবারের চার সদস্যের থাকার সুযোগ তৈরি হলো।

মঙ্গলবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল, ২০১৮’ পাসের প্রস্তাব করলে এটি কণ্ঠভোটে পাস হয়ে যায়।

এ সময় সংসদের অধিবেশন চলাকালে ওয়াকআউট করেন বিরোধীদলীয় সদস্যরা।

তার আগে বিলের ওপর দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি হয়। জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো প্রত্যাহার করার জন্য অর্থমন্ত্রী অনুরোধ করলে জাতীয় পার্টির সদস্যরা ওয়াকআউট করেন।

সংসদে আসার আগে মঙ্গলবার সকালে অর্থমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, অনেকের আপত্তি থাকলেও আইনটি সংশোধন করা হবে।

আইনটি সংশোধনের ব্যাপারে অনেকের আপত্তি আছে বলে অর্থমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপত্তি আছে, আপত্তি থাকুক। আইন করা হলে অনেকেরই আপত্তি থাকে।’

আপত্তি সত্ত্বেও বিলটি পাস হওয়ার কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘পাস করব। মন্ত্রিসভা যেহেতু পাস করে দিয়েছে, আমারও তা পাস করতে হবে।’

উল্লেখ্য, আইনটি সংশোধনের ফলে বেসরকারি ব্যাংকে পরিচালকদের মেয়াদ বর্তমানের ৬ বছরের পরিবর্তে টানা ৯ বছর হবে।

পূর্ববর্তী নিবন্ধআমার ওপর হামলার নির্দেশ দিয়েছেন শামীম ওসমান : আইভী
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের অধিকার সর্বজনীনভাবে স্বীকৃত : প্রণব মুখার্জি