‘বাংলাদেশ থেকে ৪,৬০,৯৫৪ কর্মী বিদেশে গেছে’

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ২০১৬ সালের জুলাই থেকে গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে ৪ লাখ ৬০ হাজার ৯৫৪ জন কর্মী বিদেশে গেছে। বুধবার সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরো বলেন, এ সময়ে বিশ্বের ৮৩টি দেশের মধ্যে সৌদি আরবে ১ লাখ ৩০ হাজার ৪৮৪ জন, ওমানে ৯৬ হাজার ১৫ জন, কাতারে ৬১ হাজার ৭৫৪ জন, বাহরাইনে ৫০ হাজার ৮ জন, কুয়েতে ৩৩ হাজার ৭ জন, সিঙ্গাপুরে ২৭ হাজার ৬৬৬ জন, মালয়েশিয়াতে ১৫ হাজার ৪৩৪ জন, মালদ্বীপে ১১ হাজার ৭৬৬ জন, জর্ডানে ১১ হাজার ৯০৪ জন, লেবাননে ৮ হাজার ২৩৩ জন, ব্রুনাইতে ৩ হাজার ৮৩৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার ৬শ’ জন, ইরাকে ১ হাজার ৮৩৫ জন ও মৌরিশাসে ২ হাজার ৪৪০ জন বাংলাদেশের কর্মী পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আরবান বিল্ডিং সেফটি বিষয়ক চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে মোটরসাইকেল চাপায় শিশু নিহত