বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দুই ভ্রাতৃপ্রতীম দেশ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একান্ত বৈঠকের পর এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

বিকেল ৩টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে মাহমুদ আব্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। এ সময় সেখানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর মুখ‌্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতার একান্ত বৈঠক শুরু হয়। এরপর বিকেল ৪টায় শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক।

দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ‌্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, উপদেষ্টা গওহর রিজভী, বিদ‌্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মুখ‌্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। বৈঠকে দুই দেশের একটি যৌথ কমিটি গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়। শেখ হাসিনা ও মাহমুদ আব্বাসের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ফিলিস্তিনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি এতে স্বাক্ষর করেন।

তিন দিনের সরকারি সফরে  গতকাল বুধবার বিকেলে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পূর্ববর্তী নিবন্ধনাম যাচাই-বাছাই করতে সার্চ কমিটির বৈঠক চলছে
পরবর্তী নিবন্ধমাহির মামলায় শাওনকে অব্যাহতি