বাংলাদেশে আধুনিক দাসত্বে ১৫ লাখ মানুষ

পপুলার২৪নিউজ ডেস্ক :
বাংলাদেশে আধুনিক দাসত্বের মধ্যে বসবাস করছে ১৫ লাখ ৩১ হাজার ৩০০ মানুষ। গ্লোবাল স্লেভারি ইনডেক্স-২০১৬ সূচকে বাংলাদেশের অবস্থান ১১ নম্বরে।

অস্ট্রেলিয়াভিত্তিক ওয়াক ফ্রি ফাউন্ডেশন পরিচালিত জরিপে এ কথা উঠে আসে।

বলা হয়েছে, বিশ্বে এখন চার কোটি ৫০ লাখেরও বেশি মানুষ বসবাস করছে আধুনিক দাসত্বের অধীনে। এতে আরও বলা হয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে এ সংখ্যা প্রায় তিন কোটি। তার মধ্যে শীর্ষে আছে ভারত। সেখানে এমন মানুষের সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭০০। পাকিস্তানে ২১ লাখ ৩৪ হাজার ৯০০। ইন্দোনেশিয়ায় সাত লাখ ৩৬ হাজার ১০০। মিয়ানমারে পাঁচ লাখ ১৫ হাজার ১০০। থাইল্যান্ডে চার লাখ ২৫ হাজার ৫০০। জাপানে দুই লাখ ৯০ হাজার ২০০। নেপালে দুই লাখ ৩৪ হাজার ৬০০। মালয়েশিয়ায় এক লাখ ২৮ হাজার ৮০০। শ্রীলঙ্কায় ৪৫ হাজার ৫০০ মানুষ।

উল্লেখ্য, বিশ্বের ১৬৭টি দেশের ওপর ওই সূচক প্রণয়ন করা হয়েছে। তাতে আধুনিক দাসত্বের শিকার বলে যে পরিমাণ মানুষকে দেখানো হয়েছে তার অর্ধেকের বাস এশিয়ার পাঁচটি দেশে। এগুলো হল ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ ও উজবেকিস্তান। কোনো মানুষ যখন হুমকি, সহিংসতা, জুলুম, ক্ষমতার অপপ্রয়োগ অথবা প্রতারণার মতো পরিস্থিতির শিকার হয় এবং তা পরিহার করতে পারে না- এমন অবস্থাকে আধুনিক দাসত্ব হিসেবে আখ্যায়িত করেছে ওয়াক ফ্রি ফাউন্ডেশন। এই সূচকে দেখা গেছে, বাংলাদেশে জোর করে বিয়ে দেয়ার চেয়ে জোর করে শ্রমে নিয়োজিত করার প্রবণতা অনেক বেশি। এখানে জোর করে শ্রমে নিয়োজিত করা হয় শতকরা ৮০ ভাগ শ্রমিককে। আর জোর করে বিয়ে দেয়ার হার শতকরা ২০ ভাগ। সাধারণ শ্রমে শতকরা ২৪ ভাগ, নির্মাণ প্রতিষ্ঠানে শতকরা ২২ ভাগ, ওষুধ উৎপাদন খাতে শতকরা ১৩ ভাগ ও কৃষিকাজে শতকরা ১১ ভাগ মানুষকে জোর করে কাজে বাধ্য করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকের যে ফাঁদে পা দেবেন না
পরবর্তী নিবন্ধঐশীর হাতে স্টার অ্যাওয়ার্ড