বাংলাদেশের কোচ হয়ে এসে যা বলছেন মুশতাক

স্পোর্টস ডেস্ক : রঙ্গনা হেরাথের বিদায়ের পর বেশ কয়েক মাস স্পিন কোচ ছাড়াই কাটিয়েছে বাংলাদেশ জাতীয় দল। সর্বশেষ গত সপ্তাহে সেই জায়গা পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদকে দিয়ে পূরণের ঘোষণা দেয় বিসিবি। গতকাল তিনি ঢাকায় এসেছেন। মঙ্গলবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে জানালেন বাংলাদেশের অংশ হয়ে সম্মানিত বোধ করার কথা। একইসঙ্গে স্পিন বিভাগে পার্থক্য তৈরির অঙ্গীকারও জানিয়েছেন স্পিন কোচ মুশতাক।

টাইগার শিবিরে যোগ দিয়ে পাকিস্তানের সাবেক এই তারকা স্পিনার একে একে খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে সৌজন্য আলাপ করেন। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে বিসিবি। যেখানে মুশফিকুর রহিম প্রথম পরিচয়ে মুশতাককে জড়িয়ে ধরেন, পরে একে একে আলাপ করেন মুমিনুল হক, তাইজুল ইসলাম এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস একপর্যায়ে স্পিন কোচের হাতে অনুশীলনের কিট তুলে দেন।

জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য এবং খেলোয়াড়দের উপস্থিতিতে এক সভায় নতুন স্পিন কোচকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় বিসিবি। পরে ঘুরে ঘুরে মাঠ ও ড্রেসিংরুম দেখেছেন মুশতাক। এক ফাঁকে বাংলাদেশ ক্রিকেটের অংশ হয়ে অনুভূতি জানান সাকিব আল হাসানদের এই কোচ, ‘বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থার অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আমি নতুন এই অধ্যায় শুরুর অপেক্ষায় আছি। বাংলাদেশে আসাটা সব সময়ই দারুণ ব্যাপার। পাকিস্তানি ক্রিকেটারদের অনেক ভক্ত এখানে। বাংলাদেশে খেলাটা আমরা খুবই উপভোগ করেছিলাম। এখানকার আতিথেয়তা চমৎকার।’

এরপর বাংলাদেশে নিজের লক্ষ্যটা কী, সেটিও পর্যায়ক্রমে জানান মুশতাক, ‘আমি এখানকার স্পিন বিভাগে একটি পার্থক্য তৈরি করতে এসেছি। আমার জ্ঞান তরুণ এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ভাগ করতে পারি। আশা করি আমরা একটি পার্থক্য করতে পারব। তরুণরা খুবই প্রতিভাবান ক্রিকেটার, তাই আমরা তাদের কাছে আমাদের অভিজ্ঞতা তুলে দিতে পারি। আমি বিশ্বাস করি তারা খুবই প্রতিভাবান। তারা যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে।’

একইসঙ্গে কেবল জাতীয় দল ও আশপাশে থাকা স্পিনাররাই নন, তৃণমূলেও নজর দেওয়ার আশা নতুন এই কোচের, ‘এশিয়ার নেটে সবসময় একজন লেগস্পিনার, মিস্ট্রি স্পিনার এবং চায়নাম্যান থাকে। আমি মনে করি সেখানেই আমার অভিজ্ঞতা আসবে। আশা করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে যোগাযোগ করতে পারব। আমরা ক্লাব এবং প্রথম শ্রেণীর কোচদের সঙ্গে দেখা করতে পারি। আমরা লেগস্পিনার এবং চায়নাম্যান বোলার খুঁজে পেতে পারি। আপনার এমন স্পিনার থাকা দরকার যারা সাদা বলের ক্রিকেটে মাঝের ওভারে আপনাকে উইকেট তুলে দিতে পারে।’

মুশতাক পাকিস্তানের হয়ে ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলেছেন। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৬ উইকেট শিকার করেছেন ৫৩ বছর বয়সী এই লেগস্পিনার। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশেও এসেছিলেন ১৯৯৩–৯৪ সালে। কোচিংয়ে তার অভিজ্ঞতা আছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গে। এছাড়া ২০২০ সালের জুনে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের স্পিন বোলিং কোচ ছিলেন মুশতাক।

পূর্ববর্তী নিবন্ধআফ্রিকায় দুর্ঘটনায় ৩৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
পরবর্তী নিবন্ধশেষ ওভারে ৩ বলে ১৯ রান দিলেন মুস্তাফিজ, হারল চেন্নাই