বাংলাদেশর সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই দারিদ্র ও ক্ষুধামুক্ত গড়ার প্রত্যয় : প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ, এস কে কাউছার :

২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ারও প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ।
রোববার শের-ই বাংলা নগরে এনইসি সম্মেলন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে সবার প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচনা ও প্রকল্প অনুমোদন নিয়ে সংবাদ সম্মেলন করবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পূর্ববর্তী নিবন্ধপুকুরে বিদ্যুতের তার, মা-ছেলেসহ নিহত ৪
পরবর্তী নিবন্ধমধ্য বাড্ডায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১