বাঁধ নির্মাণে দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা : পানিসম্পদমন্ত্রী

 পপুলার২৪নি্উজ প্রতিবেদক:

‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা কোনো অবহেলার কারণে হাওরের বাঁধগুলো ভেঙে গেছে কিনা- তা তদন্ত করা হচ্ছে। প্রকৃত তথ্য উদঘাটনের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (উন্নয়ন) নেতৃত্ব ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্নের সুযোগ নিয়ে সরকারদলীয় সদস্য মুহিবুর রহমান মানিক হাওরে দুর্যোগের জন্য পাউবো কর্মকর্তাদের দায়ী করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্ধারিত সময়ে বাঁধ সংস্কার না করার কারণে এবারের বন্যা হয়েছে। জুলাই মাসে অর্থ বরাদ্দ দেওয়া হলেও বাঁধ সংস্কারের কাজ শুরু করা হয় বর্যা মৌসুমে। ‘ অনিয়ম-দূর্নীতির করতেই এটা করা হয় বলে দাবি করেন তিনি।

জবাবে মন্ত্রী বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়ে যে দুর্নীতি হচ্ছে না, তা আমি বলব না। এখানে কিছু দুর্নীতি হচ্ছে। তবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অথচ ঢালাওভাবে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে ধ্বংসের অপচেষ্টা চলছে। এটা করার কোনো মানে হয় না। ‘ তিনি বলেন, ‘আমরা যখন কথা বলি আমাদের কথার ইমপ্যাক্ট কতদূর পড়ে তা ভেবে দেখতে হবে। পত্র-পত্রিকায় প্রায়ই প্রতিবেদন প্রকাশ করা হয়। যার মাধ্যমে মানুষের মধ্যে একটি ধারণা দেওয়া হয়, শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। অথচ হাওরাঞ্চলের বাঁধ সংস্কার প্রকল্পে বাজেট ১০ থেকে ১১ কোটি টাকা। তাহলে শত শত কোটি টাকা লুটপাট হলো কিভাবে?’

সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে পানি বৃদ্ধি পাওয়ায় মার্চ মাসের শেষে সুনামগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলের ছয় জেলায় বাঁধের ওপর দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় পানি প্লাবিত হয়। ফলে উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ হাওর প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হাওরবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে গেছেন। বন্যাকবলিত এলাকায় নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। ‘

আওয়ামী লীগের দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সমগ্র বাংলাদেশব্যাপী নদী-খাল পুনঃখননের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব প্রক্রিয়াধীন। প্রস্তাবিত ডিপিপিতে মোট সাত হাজার ৬২০ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন ও চার হাজার ৮১৫ কিলোমিটার বাঁধ মেরামতের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে সেচ সুবিধার জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করা সম্ভব হবে। ‘

বিএনএফের সভাপতি এস এম আবুল কালাম আজাদের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বের কারণেই ১৯৯৬ সালে ভারতের সঙ্গে ঐতিহাসিক গঙ্গা পানিবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গঙ্গার পানির সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যেই গঙ্গা ব্যারেজ নামে একটি প্রজেক্ট গ্রহণ করা হয়েছিল। কিন্তু এ প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ‘

মন্ত্রী বলেন, ‘ভারতের একজন মুখ্যমন্ত্রী নিতিশ কুমারও এ নিয়ে প্রশ্ন তুলেছেন। এ কারণে উচ্চক্ষমতাসম্পন্ন একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। গঙ্গার পানির সর্বোত্তম ব্যবহারে কী কী কর্মপন্থা গ্রহণ করা যায়- সে ব্যাপারে তারা একটি সুপারিশ দাখিল করবেন। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘

সরকারি দলের সংসদ সদস্য এম এ মালেকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকার চতুর্দিকের নদীগুলোকে দূষণমুক্ত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক হাজার ১২৫ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার (নতুন ধলেশ্বরী-পুংলী-বংশী-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম) শীর্ষক একটি প্রকল্পের কাজ বর্তমানে চলমান। ওই প্রকল্পের আওতায় টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার ওপর দিয়ে প্রবাহিত নতুন ধলেশ্বরী-পুংলী-বংশী-তুরাগ নদী খননের কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। শুষ্ক মৌসুমে বুড়িগঙ্গা নদীতে পানির প্রবাহ বৃদ্ধির মাধ্যমে পানির গুণগতমান বৃদ্ধি, তুরাগ-শীতলক্ষ্যাসহ বুড়িগঙ্গা নদীর ধারণক্ষমতা বৃদ্ধি, সেচ ও মৎস্য সম্পদের উন্নয়ন অর্থাৎ সামগ্রিকভাবে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন সাধিত হবে। ‘

পূর্ববর্তী নিবন্ধসর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়
পরবর্তী নিবন্ধকুম্বলেকে নিয়ে ‘অখুশি’ ভারতীয় ক্রিকেটাররা!