বরিশালে স্কুলে ঢুকে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
18বরিশাল নগরীর রূপাতলী এলাকায় স্কুলে ঢুকে সাইদুর রহমান হৃদয় (১৪) নামে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রূপাতলীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পান পরেশ সাগরের মাঠে এ ঘটনা ঘটে।

হৃদয় ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। এ সময় রাফি (১৪) নামে তার আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যৌন হয়রানির প্রতিবাদ করায় দুর্বৃত্তরা হৃদয়কে কুপিয়ে হত্যা করেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আওলাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে তুষার ধসে ২০ ভারতীয় সেনার মৃত্যু
পরবর্তী নিবন্ধনিকিতার হয়ে বাংলায় কথা বলবেন তাহসিন