বরগুনায় ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
23বরগুনার বিষখালী নদী থেকে ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে সদর উপজেলা মৎস্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিষখালী নদীতে তিন ঘণ্টা অভিযান চালানো হয়।
তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, জব্দ করা জালের মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা। সকাল ১০টার দিকে বরইতলা ফেরীঘাটে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশসা শরীর ঠাণ্ডা করে শক্তি বাড়ায়
পরবর্তী নিবন্ধনারীদের নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত ফলিক এসিড