বন্যায় জীবন বাঁচাতে নৌকার ভেতরে সংসার

প্রবল বর্ষণ আর বন্যায় জীবন বাচাতে বাধ্য হয়ে নৌকার ভেতর বসতি গেড়েছেন বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউপির আজমল মিয়া নামে এক ব্যক্তি।

জানা গেছে, পানিবন্দি মানুষ, চলাচল করছেন কলা গাছের ভেলায়। ইটের স্তুপের উপর বসে কোন রকমে রান্না করছেন গৃহিনীরা। কোমর পানি ভেঙ্গে মানুষ গবাদি পশুকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এমনকি আশ্রয় কেন্দ্রের একমাত্র নলকূপটিও নিমজ্জিত বন্যার পানিতে।

এমন অবস্থায় আজমল মিয়া জানান, কৃষিকাজ করেই তার সংসার চলে। বসতবাড়ি পুরোপুরি বন্যার পানিতে তলিয়ে গেছে। বাধ্য হয়ে পরিবার নিয়ে নৌকাতেই সংসার পেতেছেন তিনি। গত এক সপ্তাহে ত্রাণ বলতে শুধু ৫ কেজি চাল ও সামান্য ডাল পেয়েছেন। বাধ্য হয়ে নৌকাতেই চালের জন্য ধান শুকাচ্ছেন তিনি।

তিনি জানান, বাড়ির গরু-ছাগলগুলোকে আশ্রয় কেন্দ্রে রেখে এসেছেন।

খাবারের সময় শুধুমাত্র গিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে নৌকায় করে খাবার দিয়ে আসেন।বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক জানান, ত্রাণ তৎপরতা বাড়ানো হয়েছে। বন্যার কারণে উপদ্রুত এলাকায় হেঁটে চলাচল সম্ভব হচ্ছে না। যেতে হচ্ছে নৌকায় করে।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এবং আমরা পেমেন্ট সিস্টেমস লিমিটেড -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধজঙ্গি সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন