বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অ্যাপস, ই-বুক উদ্বোধন

পপুলার২৪নিউজ ডেস্ক:
‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, রাজনীতির মহাকাব্য’ গ্রন্থের ই-বুক ও মোবাইল অ্যাপস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের আগে বিশ্লেষণধর্মী প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা।

বইটি তাকে হস্তান্তর করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী নিজে। আর বঙ্গবন্ধুর ভাষণের নির্বাচিত ২৬ বাক্যের ওপর বিশ্লেষণ করেছেন মুস্তাফা নুরুল ইসলাম, আব্দুল গাফফার চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক মুনতাসির মামুনসহ প্রথিতযশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও লেখকরা।

 

পূর্ববর্তী নিবন্ধশিবগঞ্জে অস্ত্রসহ এক ব্যক্তি আটক
পরবর্তী নিবন্ধজাফলংয়ে মাটিচাপায় কিশোরী নিহত, যুবলীগ নেতা আটক