বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর সরদার রহমত জাহান পরলোকে

হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর ও মুক্তিযোদ্ধা সরদার রহমত জাহান (৯৭) বার্ধক্যজনিত কারনে বুধবার ভোর ৫ টা ১০মিনিটে শহরের মিয়াপাড়ার বাড়িতে ইন্তেকাল করেছেন।(ইন্নাল লিল্লাহে –রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বুধবার বাদ জোহর গোপালগঞ্জ শহরের সালেহিয়া আলীয়া কামিল মাদ্রাসায় ও বাদ আসর নিজ গ্রাম সদর উপজেলার বলাকইড় স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে গ্রামের বাড়ি বলাকইড়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জ ফাউন্ডেশন ১শ’মেধাবী ও অচ্ছল শিক্ষার্থীকে সাহায্য প্রদান করবে
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে গাজাসহ মাদক ব্যবসায়ী জুয়েল গ্রেফতার